রেলিগেশন লিগে ১৩ ম্যাচে ৯ পয়েন্ট ব্রাদার্সের। পারটেক্স ৮ ও শাইনপুকুর ২ পয়েন্ট পয়েন্ট নিয়ে প্রথম বিভাগে নেমে গেছে। প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার লিগে উন্নীত হয়েছে ঢাকা লেপার্ডস ও সিটি ক্লাব।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৯৪ রান সংগ্রহ করেছিল ব্রাদার্স। মাহফিজুল ইসলাম রবিনের ইনিংসই তাদের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। যদিও মাহফিজুল মাত্র ২ রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত হয়েছেন। ৯৭ বলে ১০ চার ও ৫ ছয়ে ৯৮ রান করে আউট হন তিনি।
আরও পড়ুন: ঘরোয়া ক্রিকেটে নতুন দায়িত্ব পাচ্ছেন নাজমুল আবেদীন
মাইশুকুর রহমান, আইচ মোল্লা ও মিজানুর রহমানও ব্রাদার্সের সংগ্রহে ভালো অবদান রাখেন। মাইশুকুর ৫০, আইচ ৪৮ ও মিজানুর ৪৩ রান করেন। পারটেক্সের হয়ে ২টি করে উইকেট নেন শহিদুল ইসলাম, আলাউদ্দিন বাবু ও ইয়াসিন মুন্তাসির।
লক্ষ্য তাড়ায় ১৮১ রানে অলআউট হয় পারটেক্স। ওপেনার আদিল বিন সিদ্দিক ও আহরার আমিন বাদে আর কেউ ন্যুনতম লড়াইটুকুও করতে পারেননি। আদিল ৭৪ বলে ৮৫ ও আহরার ৩৩ রান করেন। ব্রাদার্সের হয়ে রাকিবুল আতিক ও অলক কাপালি ৩টি করে উইকেট নেন, ২টি উইকেট পান সালাউদ্দিন শাকিল।