পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

১ সপ্তাহে আগে
পাবনায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

শুক্রবার (৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—সুজানগরের শান্তিপুর এলাকার মৃত হাসেম মোল্লার ছেলে আবেদ আলী এবং আতাইকুলার কারিগর পাড়ার মৃত ইদাদ আলীর ছেলে মুনছুর আলী। অপরজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

আরও পড়ুন: প্রাইভেট পড়তে গিয়ে প্রাণ নিয়ে ফেরা হলো না জীবনের, সঙ্গে গেল মনসুরও

 

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান জানান, নারায়ণগঞ্জ থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসটি বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে পতিত হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং অন্তত ১০ জন আহত হন। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন