সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ধলাই নদীর ১০ নম্বর এলাকার বাঙ্কারে এ ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের মাহমুদ আদনান জানান, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ আহমেদের নেতৃত্বে ধলাই নদীতে বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। ১০ নম্বর এলাকায় অভিযান চালিয়ে বাঙ্কারের পাশে যাওয়া মাত্রই পাথর দিয়ে ঢিল ছুড়তে থাকে পাথর উত্তোলনকারীরা। তাদের ছোড়া ঢিলে এসিল্যান্ড অফিসের একজন ও পুলিশের এক সদস্য আহত হন। পরে সেখান থেকে অভিযানকারী দল ফিরে আসেন।
আরও পড়ুন: পাথর আমদানির আড়ালে ভারতে অর্থ পাচার করেছে ফ্যাসিবাদী সরকার: ফয়জুল করীম
ম্যাজিস্ট্রেট ফরহাদ আহমেদ বলেন, আমরা বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযানে গিয়েছিলাম। বাঙ্কারে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। এসময় পাথর দিয়ে ঢিল ছুড়ে দুষ্কৃতকারীরা। পরে সেখান থেকে আমরা চলে আসি।
]]>