পাণ্ডুলিপি

১ সপ্তাহে আগে
ধ্যানমগ্ন হয়ে পাতায় পাতায় লিখে যাই সব অধির মগ্নতায়। ভাষাহীন শব্দরাজি থেকে থেকে হয় গীতিহারা। বিন্দু বিন্দু বাতাসের কণা ভরে দেয় জীবন করে বলগা হারা। রাধা-কৃষ্ণের প্রেমলীলা আছে শ্যামের বাঁশির জ্বালা এরপরও যদি থাকে কিছু বাকি পরিপূর্ণ হবে এ পাণ্ডুলিপি, নয়কো ফাঁকি।
সম্পূর্ণ পড়ুন