মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে এসব কথা বলেন তিনি।
স্কুলের মাঠ দখলকে কেন্দ্র করে বিধান রঞ্জন রায় বলেন, স্কুলের মাঠে খেলাধুলা ছাড়া অন্যকিছুর আয়োজন করা ঠিক নয়। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে একটি টিম ওয়ার্ক গড়ে ওঠে, এটি অস্বীকার করার কোন উপায় নেই। তাই স্কুলের মাঠে সব সময় খেলাধুলা থাকত হবে না হয় দখলদারিত্ব মনোভাব গড়ে উঠবে শিক্ষার্থীদের মধ্যে।
আরও পড়ুন: ভাসানীর জীবনী পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি
ভর্তি প্রসঙ্গে এই উপদেষ্টা বলেন, বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ভর্তি কার্যক্রম অব্যাহত রাখা উচিত। এতে মেধাবী শিক্ষার্থীরা মানসম্মত লেখাপড়ার সুযোগ পাবে।
এসময় জেলা প্রশাসন, স্কুলের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
]]>