সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সুস্মিতা রিমি। তিনি বলেন, ‘সাহিত্য সমাজের আয়না। পাঠচক্র আমাদের চিন্তার গভীরতা বাড়ায়, আমাদের মনন জগৎকে প্রসারিত করে।’ গল্পের সারাংশ ও সাহিত্য বিশ্লেষণ তুলে ধরেন সুস্মিতা রিমি আরও বলেন, ‘বিন্দুর ছেলে’ কেবল মায়ের ভালোবাসার গাথা নয়, এটি আত্মত্যাগ, নিঃস্বার্থ সম্পর্ক, অভিমান ও মানবিকতার এক অনবদ্য প্রতিচ্ছবি।