বইমেলার একসময়ের অন্যতম জনপ্রিয় লিটলম্যাগ চত্বর বর্তমানে ভুগছে পাঠক শূন্যতায়। সংশ্লিষ্টরা বলছেন, একসময় নিয়মিত প্রকাশ হওয়া ‘লিটল ম্যাগাজিন’ আর প্রকাশিত হয় না। পাঠকের পছন্দের বিবর্তনের কারণেও একসময়কার জনপ্রিয় লিটলম্যাগ এখন শুধুই একটি চত্বর।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বইমেলা ও লিটলম্যাগ চত্বর ঘুরে দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চ সংলগ্ন স্থানে অবস্থান লিটলম্যাগ চত্বরের। বইমেলায় দর্শনার্থীদের... বিস্তারিত