পাকিস্তানের ‘সাহসী অবস্থানের’ প্রশংসায় ইরানের সেনাপ্রধান

৪ দিন আগে
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে ফোনালাপে ইসলামাবাদের ‘সাহসী অবস্থানের’ (ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে) প্রশংসা করেছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি।

প্রেস টিভির বরাত দিয়ে রোববারের (২৯ জুন) এই ফোনালাপের খবর দিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের। 

 

প্রতিবেদনে বলা হয়, গত ১৩ জুন ইরানের বিরুদ্ধে বর্বর সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল। ওই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করে হত্যা করা হয়। বেসামরিক নাগরিক, নারী ও শিশুরাও প্রাণ হারায়। 

 

আরও পড়ুন: তেহরানের এভিন কারাগারে ইসরাইলের হামলায় নিহত ৭১: ইরান

 

জেনারেল মুসাভি বলেন, এই ১২ দিনের আগ্রাসন চলাকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ‘ইসরাইলকে সহায়তায় কোনো ঘাটতি রাখেনি’।

 

যুক্তরাষ্ট্রের পাশাপাশি আরও কয়েকটি পশ্চিমা দেশ ইসরাইলকে সহায়তা দিয়েছে বলেও জানান মুসাভি।

 

তিনি বলেন, ‘যদিও এই যুদ্ধে আমরা কিছু ক্ষতির সম্মুখীন হয়েছি—বিশেষ করে যুদ্ধের শুরুতেই আমাদের কয়েকজন দক্ষ ও শীর্ষ সেনা কর্মকর্তার মৃত্যুর ঘটনা ঘটেছে। তবুও আমরা শত্রুর লক্ষ্যপূরণে বাধা দিতে সক্ষম হয়েছি, এমনকি এমন পরিস্থিতি তৈরি করেছি, তারা নিজেরাই অস্ত্রবিরতির অনুরোধ জানাতে বাধ্য হয়েছে।’ 

 

আরও পড়ুন: ইরান ‘কয়েক মাসের মধ্যেই’ সমৃদ্ধ ইউরেনিয়াম পুনরায় শুরু করতে পারে: আইএইএ

]]>
সম্পূর্ণ পড়ুন