পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার ‘কোনো সিদ্ধান্ত নেই’, বলছে ভারত

১ দিন আগে
যুদ্ধবিরতিতে সম্মত হলেও পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার ‘কোনো সিদ্ধান্ত নেই’ বলে জানিয়েছে ভারত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বলছে, ‘অন্য কোনো স্থানে অন্য কোনো বিষয়ে আলোচনা করার কোনো সিদ্ধান্ত নেই।’ খবর আল জাজিরার।

ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ভারত ও পাকিস্তান ‘অবিলম্বে যুদ্ধবিরতি এবং একটি নিরপেক্ষ জায়গায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু করতে রাজি হয়েছে’। এরপরই ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্তব্যটি আসে।  

 

শনিবার (১০ মে) ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি প্রথম জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ট্রুথ-এ এক পোস্টে লেখেন, ‘আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতব্যাপী আলোচনার পর ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’  

 

কিছুক্ষণ পরই নয়াদিল্লি ও ইসলামাবাদ যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে। এরপর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, ভারত এবং পাকিস্তান স্থল, আকাশ ও সমুদ্র পথে সব ধরনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ভারতীয় সময় বিকেল ৫টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে। 

 

আরও পড়ুন: ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, সামরিক পদক্ষেপ বন্ধ করার বিষয়ে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বলেছেন, ‘ভারত ও পাকিস্তান আজ গুলিবর্ষণ ও সামরিক পদক্ষেপ বন্ধ করার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে।’

 

এই মন্ত্রী আরও বলেন, ‘ভারত ধারাবাহিকভাবে সকল ধরণের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় এবং আপসহীন অবস্থান বজায় রেখেছে। এটি তা অব্যাহত রাখবে।’ 

 

যুদ্ধবিরতির আওতায় উভয় দেশের সামরিক অভিযানের প্রধানরা স্থল, আকাশ ও সমুদ্রে সকল ধরণের গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ বন্ধ করতে সম্মত হয়েছেন। এদিকে যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে উভয় দেশ। অধিকৃত কাশ্মীর ও আজাদ কাশ্মীরের বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন।

 

]]>
সম্পূর্ণ পড়ুন