পাকিস্তানের ব্যাটিং কোচের চাকরি আর করবেন না ইউসুফ

৩ সপ্তাহ আগে
পাকিস্তান জাতীয় দল এবং ক্রিকেট অ্যাকাডেমির ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়ছেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যে বোর্ডের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন সাবেক এই ব্যাটার।

সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম বলছে, ব্যক্তিগত কারণে দায়িত্ব ছাড়ছেন বলে বোর্ডের কাছে জানিয়েছেন ইউসুফ। একই কারণ দেখিয়ে তিনি বাংলাদেশ সিরিজেও দলের সঙ্গে ছিলেন না। তবে পিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। 

 

পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের গড়ে তুলতে দেশটির অ্যাকাডেমির ব্যাটিং কোচের দায়িত্ব দেয়া হয়েছিল ইউসুফকে। সেই দায়িত্বের পাশাপাশি চলতি বছরের মার্চে পান জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বও। তবে এবার দুটো দায়িত্বই একসঙ্গে ছাড়ছেন তিনি।

 

এবারই প্রথম বোর্ডের কোনো গুরুদায়িত্ব থেকে পদত্যাগ করছেন না ইউসুফ। ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়ার আগে পিসিবির নির্বাচক প্যানেলে ছিলেন তিনি। সেখান থেকেও গত বছর ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে আসেন তারকা এই ব্যাটার।

 

আরও পড়ুন: রোহিত-কোহলির জন্য বিদায় অনুষ্ঠান করবে অস্ট্রেলিয়া!

 

বোর্ডের একাধিক পদে কাজ করা ইউসুফ আবারও পিসিবিতে যুক্ত হতে পারেন বলে ধারণা করছে পাকিস্তানি বেশকিছু গণমাধ্যম। তবে সেটা কোন পদে কিংবা কখন, সে সম্পর্কে কিছু জানা যায়নি। 

]]>
সম্পূর্ণ পড়ুন