পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কাছে আহ্বান জানিয়েছেন যে, দেশের অনুভূতি বোঝেন এমন একজন স্থানীয় কোচ নিযুক্ত করা উচিত। তিনি মনে করেন, বিদেশি কোচের উপর নির্ভর করার চেয়ে স্থানীয় কোচ দলকে আরও ভালোভাবে গাইড করতে পারবেন।
বাসিত বলেছেন, 'বিদেশি কোচের ওপর নির্ভর করার পরিবর্তে একজন স্থানীয় কোচ দেশের অনুভূতি বুঝতে পারবে।'
আরও পড়ুন: ভারতের জয়কে অপারেশন সিন্দুরের সঙ্গে তুলনা মোদির, জবাব দিলেন নাকভিও
পাকিস্তানের অধিনায়ক সালমান আঘারও তীব্র সমালোচনা করেছেন বাসিত। তিনি বলেন, 'সালমান ‘ইয়েস ম্যান’ ধরনের ব্যক্তি, মাঠে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ায় তিনি পিছিয়ে। ফাইনালের গুরুত্বপূর্ণ মুহূর্তে মোহাম্মদ নাওয়াজকে বোলিং না করানোর সিদ্ধান্তটা প্রশ্নবিদ্ধ।'
এছাড়া, বাসিত আলী জোর দিয়ে বলেন, শাহিন আফ্রিদিকে অন্যায়ভাবে সরানো হয়েছে; তাকে জাতীয় দলের অধিনায়ক হিসেবে পুনঃনিয়োগ করা উচিত।