পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ট্রেন স্টেশনে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ২৬ জন নিহত

১ সপ্তাহে আগে
শনিবার পাকিস্তানের সহিংসতা-কবলিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশের একটি জনাকীর্ণ রেলওয়ে স্টেশনে আত্মঘাতী বোমা হামলাকারী আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। এতে অন্তত ২৬ জন নিহত এবং ৬০ জনেরও বেশি আহত হয়। সিনিয়র পুলিশ অফিসার মোহাম্মদ বালুচ সাংবাদিকদের বলেন, কোয়েটার প্রাদেশিক রাজধানীতে যাত্রীদের অপেক্ষার স্থানে শক্তিশালী বিস্ফোরণটি আঘাত হানে। এ সময় সেখানে "প্রায় ১০০ জন" উপস্থিত ছিলেন। পুলিশ ও হাসপাতালের কর্মকর্তাদের মতে, নিহতদের প্রায় অর্ধেক এবং আহতদের মধ্যে অনেকেই পাকিস্তান সেনাবাহিনীর সদস্য। তারাই হামলার প্রাথমিক লক্ষ্যবস্তু ছিল।  প্রাদেশিক সরকারের মুখপাত্র শহিদ রিন্দ বলেন, আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। একটি বিদ্রোহী গোষ্ঠী, বেলুচ লিবারেশন আর্মি, এই মারাত্মক হামলাটির দায় স্বীকার করেছে। তারা দাবি করে, তাদের আত্মঘাতী বোমারু দলের একজন সদস্য পাকিস্তানি সামরিক কর্মীদের লক্ষ্য করে হামলাটি করে। ইসলামাবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কোয়েটায় "সন্ত্রাসী" বোমা হামলার নিন্দা করেছেন এবং "নিরপরাধ বেসামরিক মানুষদের" হত্যার পিছনে যারা দায়ী তাদের শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন। গত সপ্তাহে, প্রদেশটির মাস্তুং শহরে একটি বোমা বিস্ফোরণে অন্তত নয়জন নিহত হয়, যাদের অর্ধেকেরও বেশি স্কুলের শিক্ষার্থী ছিল। পোলিও টিকাদানকারীদের সুরক্ষা প্রদানের জন্য কর্মীদের বহনকারী একটি পুলিশের গাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। বেলুচিস্তান প্রচুর প্রাকৃতিক সম্পদের জন্য বিখ্যাত। প্রদেশটিতে  জঙ্গি হামলা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র এই বছরেই শত শত মানুষ নিহত হয়েছে। বেলুচ লিবারেশন আর্মি যুক্তরাষ্ট্র কর্তৃক একটি বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত। এই গোষ্ঠীটি এবং অন্যান্য বেশ কয়েকটি জাতিগোষ্ঠীগত বেলুচ বিদ্রোহী গোষ্ঠী নিয়মিতভাবে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এবং সরকারি স্থাপনাগুলোর উপরে হামলা চালায়। বিদ্রোহীরা দাবি করে যে তাদের সহিংস অভিযানের লক্ষ্য পাকিস্তান থেকে প্রদেশটিকে স্বাধীন করা। তারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাদের সম্পদ শোষণের অভিযোগ তুলেছে। ইসলামাবাদ অভিযোগটি প্রত্যাখ্যান করে এবং জঙ্গি গোষ্ঠীগুলিকে বেলুচিস্তানসহ গোটা দেশের "উন্নয়নের শত্রু" হিসেবে নিন্দা করে।           
সম্পূর্ণ পড়ুন