পাকিস্তানের দক্ষিণাঞ্চলের বাসিন্দা আতিক উর রেহমান “সার্ফারস অফ বুল্লেজি” নামে একটি সার্ফারদের সংগঠন তৈরি করেছেন। পাকিস্তানের প্রথম পেশাদার সার্ফার হওয়ার স্বপ্ন তার।
এই সংগঠনের সদস্য সংখ্যা এখন বেড়ে হয়েছে ৫০ জন। ক্রিকেট ও হকি যে দেশের প্রধান খেলা সেখানে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছেন।
পার্শ্ববর্তী উপকূলীয় গ্রামের সার্ফিং’এ উৎসাহীদের নিয়ে এই সংগঠনটি গঠিত হয়েছে। এদের অনেকের বয়স মাত্র আট।
এই সংগঠনের সদস্যরা বেশিরভাগই পাকিস্তানের দক্ষিণাঞ্চলে উপকূলীয় দরিদ্র সম্প্রদায়ভুক্ত। এই অঞ্চলের মানুষ মূলত মাছ ধরে বা জীবনরক্ষীর কাজ করে জীবিকা নির্বাহ করেন। করাচির অপেক্ষাকৃত স্বচ্ছল বাসিন্দারা একদিনের জন্য সৈকতে এলে তাদের ‘লাইফগার্ড’ হিসেবে কাজ করেন তারা। (রয়টার্স)