বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকার পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরবর্তীতে এ সফরের তারিখ জানানো হবে বলে দূতাবাস থেকে জানানো হয়।
আগামী রোববার (২৭ এপ্রিল) দুই দিনের সরকারি সফরে পাকিস্তানের ইসহাক দারের ঢাকায় আসার কথা ছিল। গত ১৭ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের ঢাকা সফরের সময় মন্ত্রী পর্যায়ের এই সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন সফরের তারিখ পারস্পরিক আলোচনার মাধ্যমে পরবর্তীতে নির্ধারণ করা হবে। সফরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা ছিল।
আরও পড়ুন: বন্দর ছেড়ে হঠাৎ আরব সাগরের পথে কেন ভারতীয় রণতরী?
কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনার পর নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ভারত-পাকিন্তান সম্পর্কে। ওই হামলায় ২৬ জনের প্রাণহানির খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
এর জেরে একে অপরের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দেশ দুটি, তৈরি হয়েছে কূটনৈতিক টানাপোড়েন। শুধু তাই নয়, ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাতের আশঙ্কাও করছেন অনেকে।