পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গিদের সাথে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ১৪ জন সদস্য নিহত

৩ সপ্তাহ আগে
আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি প্রদেশে জঙ্গিদের সাথে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর অন্তত ১৪ জন কর্মকর্তা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে শুক্রবার জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ। খাইবার পাখতুনখোয়ার খাইবার, বান্নু এবং ডেরা ইসমাইল খান জেলায় এই সহিংসতা ঘটে। এসব এলাকায় নিষিদ্ধ তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি প্রায়শই সামরিক ও পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাদের ফাঁড়িগুলোতে হামলা চালায়। খাইবারের স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানান, শুক্রবার টিটিপি হামলাকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়, যার ফলে কমপক্ষে দুই জন নিরাপত্তা কর্মী নিহত ও তিনজন আহত হন। অন্তত দুজন জঙ্গি নিহতের খবরও দিয়েছে তারা। পৃথকভাবে, বান্নুতে জঙ্গিরা পুলিশের একটি গাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং তার নিরাপত্তারক্ষী নিহত হন। বান্নুতে এই হামলার মাত্র কয়েক ঘন্টা আগে নিকটবর্তী ডেরা ইসমাইল খানের কর্তৃপক্ষ জানায় যে একাধিক নিরাপত্তা কর্মকর্তার মতে বৃহস্পতিবার রাতে ভারী অস্ত্রে সজ্জিত জঙ্গিরা তাদের ফাঁড়িতে ঝটিকা হামলা চালালে নিরাপত্তা বাহিনীর অন্তত ১০ জন সদস্য নিহত হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বান্নু ও ডেরা ইসমাইল খানে হামলার নিন্দা জানিয়ে নিরাপত্তা বাহিনীর ‘শহীদ’ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এতে এসব হামলায় হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে বলা হয়নি এবং খাইবারে প্রাণঘাতী সংঘর্ষের কথাও উল্লেখ করা হয়নি। পাকিস্তানি তালিবান নামে পরিচিত টিটিপি দাবি করে, সম্প্রতি তারা পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর হাতে উস্তাদ কুরেশি নামে সনাক্ত তাদের এক সিনিয়র কমান্ডার নিহত হওয়ার প্রতিশোধ নিতে ডেরা ইসমাইল খানে অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, চলতি সপ্তাহে আফগান সীমান্তবর্তী বাজৌর জেলায় গোয়েন্দা বাহিনী পরিচালিত তৎপরতায় দুজন আত্মঘাতী বোমা হামলাকারীসহ টিটিপির নয়জন সদস্যের মধ্যে কুরেশি একজন। পাকিস্তানি কর্মকর্তারা অভিযোগ করেছেন, টিটিপি প্রতিবেশী দেশের ইসলামপন্থী তালিবান নেতাদের সমর্থনে আফগানিস্তানের অভয়ারণ্যগুলো থেকে কাজ করে।
সম্পূর্ণ পড়ুন