আয়ারল্যান্ড ও থাইল্যান্ডের পর স্কটল্যান্ডকেও হারিয়ে বাংলাদেশ স্বস্তিতে থাকলো। মঙ্গলবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ব্যাটারের ফিফটিতে রেকর্ড ২৭৬ রান করার পর স্কটিশদের ২৪২ রানে থামিয়ে হ্যাটট্রিক জয় পেলো তারা।
তৃতীয় ওভারে মারুফা আক্তার ১২ রানে ভেঙে দেন ওপেনিং জুটি। আব্বি আইটকেন ড্রুমন্ডকে (১) ফরান তিনি।
ষষ্ঠ ওভারে অধিনায়ক ক্যাথরিন ব্রাইসকে (৫) থামান নাহিদা আক্তার। বাংলাদেশের এই বোলার তার... বিস্তারিত