ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, কিছুক্ষণ আগে,
ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুর পরিচালনা করে। পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামোতে আঘাত হানা হয়, যেখান থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা এবং নির্দেশ দেয়া হয়েছিল।
আরও পড়ুন: ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে শিশুসহ নিহত ৩
মোট ৯টি স্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও দাবি করা হয় বিবৃতিতে।
এই অভিযানে কোনো পাকিস্তানি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়নি বলে জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়,
লক্ষ্য নির্বাচন এবং বাস্তবায়ন পদ্ধতিতে ভারত যথেষ্ট সংযম প্রদর্শন করেছে।
আরও পড়ুন: ভারতীয় ব্রিগেড সদর দফতর গুঁড়িয়ে দিলো পাকিস্তান!
বিবৃতিতে আরও বলা হয়েছে, কাশ্মীরের পহেলগামে ‘বর্বর’ হামলায় ভারতীয়দের হত্যার জবাবে এই হামলা চালানো হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
]]>