পাকিস্তানে ট্রেনে হামলা: ১০৪ জিম্মি উদ্ধার, সশস্ত্র গোষ্ঠীর ১৬ জন নিহত

১৩ ঘন্টা আগে
পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী ট্রেনে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের হামলার পর এখন পর্যন্ত শতাধিক জিম্মিকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ মার্চ) সকাল পর্যন্ত নিরাপত্তা বাহিনীর চালানো অভিযানে নিহত হয়েছে কমপক্ষে ১৬ জন সশস্ত্র গোষ্ঠীর সদস্য। এদিকে বাকি জিম্মিদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বুধবার (১২ মার্চ) সকাল পর্যন্ত কমপক্ষে ১৬ জন সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছে এবং ১০৪ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

 

মঙ্গলবার বেলুচিস্তানের দুর্গম অঞ্চল বোলান এলাকার কাছে জাফর এক্সপ্রেসে সশস্ত্র গোষ্ঠী হামলা চালিয়ে ৪০০ জনেরও বেশি যাত্রীকে জিম্মি করে। ট্রেনটি কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল। এ সময় জাফর এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেনে এলাপাতাড়ি গুলি ছুড়ে যাত্রীদের জিম্মি করে সশস্ত্র সদস্যরা। 

 

আরও পড়ুন:পাকিস্তানে ট্রেনে হামলা: নিরাপত্তা বাহিনীর অভিযানে ৮০ যাত্রী উদ্ধার, নিহত ১৩ 

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, কোয়েটা থেকে পেশোয়ার যাওয়ার সময় জাফর এক্সপ্রেস ট্রেনটিতে গুলি চালায় বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)।

 

এদিকে, পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, এলাকাটি দুর্গম হওয়ার কারণে অভিযান বাধাগ্রস্ত হচ্ছে, তারপরও নিরাপত্তা বাহিনী বোলান এলাকায় জিম্মিদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে। যেখানে এ পর্যন্ত কমপক্ষে ১৬ জন আক্রমণকারী নিহত হয়েছেন।

 

উদ্ধারকৃতদের মধ্যে ১৭ জন আহত যাত্রী রয়েছেন, যাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আরও পড়ুন:৫০০ যাত্রীকে জিম্মি, উদ্ধারের চেষ্টা করলেই হত্যার হুমকি!

 

স্থানীয় প্রতিবেদন অনুসারে, ৪৮ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষ যদি বালুচ রাজনৈতিক বন্দিদের মুক্তি না দেয় তবে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা জিম্মিদের হত্যা করার হুমকি দিয়েছিল।

 

এদিকে, হামলাকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। তাদের মধ্যে নয়জনই নিরাপত্তা কর্মী বলে জানানো হয়। 

 

মঙ্গলবার রাতে রেলওয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ইমরান হায়াত সিএনএনকে বলেন, ‘নিহতদের মধ্যে নয়জন নিরাপত্তা কর্মী ছিলেন।’ হামলায় একজন ট্রেন চালকও নিহত হয়েছেন বলে জানান হায়াত।

 

তবে ট্রেনে হামলা চালিয়ে ২০ জন পাক সেনা হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)।

 

সূত্র: বিবিসি

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন