নিলামের আগে চট্টগ্রামের সঙ্গে সরাসরি চুক্তি করেছিলেন পাকিস্তানের লেগস্পিনার আবরার। তবে কিছুদিন আগে আবরারসহ চট্টগ্রামের তিন বিদেশি ক্রিকেটার সরে দাঁড়ান বিপিএল থেকে। বাকি দু’জন হচ্ছেন—আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা।
প্রথমে বলা হচ্ছিল বিশ্বকাপের পরিকল্পনায় থাকায় আবরারকে বিপিএলে খেলতে চাচ্ছে না পিসিবি। কিন্তু বিপিএল থেকে আবরারের সরে দাঁড়ানোর কারণটা ভিন্ন।
আরও পড়ুন: বিপিএলের টেকনিক্যাল কমিটিতে হাবিবুল বাশারের স্থলাভিষিক্ত নান্নু
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, টুর্নামেন্টটিতে খেলার জন্য আবরারকে সাইনিংয়ের কথা জানায় চট্টগ্রাম রয়্যালস। কিন্তু ফ্র্যাঞ্চাইজিটি নিলামে নাম অন্তর্ভুক্ত করার আগে তার অনুমোদন নেয়নি। আবরারও জানিয়েছেন, তিনি (বিপিএলে) খেলার ব্যাপারে রাজি হননি। পরবর্তীতে রয়্যালস তাকে অন্য কোনো বিদেশি ক্রিকেটারের মাধ্যমে রিপ্লেস করার প্রক্রিয়া শুরু করে এবং সেটি বিসিবিকে জানায়।
এদিকে বিপিএল শুরুর একদিন আগে আর্থিক সীমাবদ্ধতার কথা জানিয়ে চট্টগ্রামের মালিকানা ছেড়ে দেয় ট্রায়াঙ্গুল সার্ভিসেস। বিসিবিতে এক চিঠি দিয়ে ফ্র্যাঞ্চাইজি চালাতে না পারার কথা জানান প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবদুল কাইয়ুম। তবে এই অনিশ্চয়তার মধ্যে চট্টগ্রামের দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

৩ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·