পাকিস্তান সফরের আগে আরব আমিরাতের সঙ্গে সিরিজ খেলবে বাংলাদেশ!

২ সপ্তাহ আগে
আগামী মে মাসে বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা। সেই সফরে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল টাইগারদের। কিন্তু আগামী বছরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এই সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। পাকিস্তান সফরে যাওয়ার পথে সংযুক্ত আরব আমিরাতে ট্রানজিট নেয়ার কথা বাংলাদেশের। সে সময়েও একটি টি-টোয়েন্টি সিরিজ খেলানোর কথা চিন্তাভাবনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর। তার আগে চলতি বছর সেপ্টেম্বরে ভারতে বসার কথা এশিয়া কাপের আসর। বিশ্বকাপ যেহেতু টি-টোয়েন্টি ফরম্যাটে তাই এই টুর্নামেন্টও হবে একই ফরম্যাটে।


এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে চায় বিসিবি।  সে জন্য এই দুই টুর্নামেন্টের আগে যতটা পারা যায় বেশি টি-টোয়েন্টি খেলতে চায় টাইগাররা। সেই সুবাদেই আগামী মাসে পাকিস্তান সফরে যাওয়ার আগেই কয়েকটি টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা করছে বাংলাদেশ।


সেই লক্ষ্যেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি খেলার জন্য সে দেশের বোর্ডের সঙ্গে আলোচনা শুরু করেছে বিসিবি। আলোচনা ফলপ্রসূ হলে আলোর মুখ দেখবে সিরিজটি।


আরও পড়ুন:  শান্ত-মুমিনুলের লড়াইয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
 


দুই ম্যাচের সিরিজ আয়োজনের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের বোর্ডের সঙ্গে আলোচনার বিষয়টি দেশের একটি অনলাইন পোর্টালকে নিশ্চিত করেছে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। দুই পক্ষের আলোচনা অনেকদূর গড়িয়েছে বলেও জানিয়েছে পোর্টালকে।


শেষ পর্যন্ত সিরিজটি চূড়ান্ত হলে আরব আমিরাতে খেলেই পাকিস্তানের বিমান ধরবে বাংলাদেশ।


আরও পড়ুন: শান্তর ফিফটিতে বড় লিডের স্বপ্ন বুনছে বাংলাদশ


পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিতব্য পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি এখনও চূড়ান্ত করা হয়নি। তবে খসড়া সূচি অনুযায়ী, আগামী ২৬ মে শুরু হয়ে ৪ জুন পর্যন্ত সিরিজের ম্যাচগুলো হওয়ার কথা। সিরিজের ভেন্যু হওয়ার কথা ফয়সালাবাদ ও লাহোর।


জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে ফের সিরিজ খেলার কথা বাংলাদেশের। এ দফায় অবশ্য পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন