শনিবার (১০ মে) বিসিবির কয়েকজন পরিচালকদের সঙ্গে বিষয়টি নিয়ে দ্বিতীয় দফায় বৈঠবে বসেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। সভার পর আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ঠিক সময়েই হবে। তবে পাকিস্তান সফর হবে কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তাই বিসিবির কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। সফর (পাকিস্তান) নিয়ে যেকোনো সিদ্ধান্ত পাকিস্তানের বর্তমান পরিস্থিতি সতর্কতার সঙ্গে বিবেচনা করে নেওয়া হবে, যেটা বাংলাদেশ ক্রিকেট ও দলের সর্বোচ্চ স্বার্থ দেখবে।’
আরও পড়ুন: পাকিস্তান থেকে দেশে ফিরলেন রিশাদ-নাহিদ
বিসিবির এই বিবৃতির কিছুক্ষণ আগে মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতার ফেডারেশনের এক অনুষ্ঠানে কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান সফর ঝুঁকিপূর্ণ বলে মনে করেন তিনি। ‘বর্তমানে যে পরিস্থিতি, এর মধ্যে কোনো প্রকার ঝুঁকি নেওয়া ঠিক হবে না। পাকিস্তান অ্যাম্বাসি থেকেও আমাদের নিরাপত্তাঝুঁকির বিষয়টি জানিয়েছে। বিসিবি চূড়ান্ত সিদ্ধান্তটা জানাবে।’
পাকিস্তান সফর এখনও স্থগিত করা হয়নি, তবে বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনার মাধ্যমে হয়তো সে পথেই যাবে বিসিবি। পিছিয়ে দেওয়া হতে পারে এফটিপির অধীনে এই সিরিজটি। তবে বিসিবি চায়, দুই বোর্ডের বোঝাপড়ার মধ্য দিয়ে ঘোষণাটি আসুক পিসিবি থেকে।
আরও পড়ুন: রোহিতের পর এবার টেস্ট থেকে অবসরের পথে কোহলি
শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টির সিরিজ খেলে টাইগারদের পাকিস্তানে যাওয়ার কথা। বিসিবি জানিয়েছে, আমিরাত সিরিজটি নির্ধারিত সূচি অনুযায়ীই হবে। এ সময়ে পাকিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বিসিবি। অবশ্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে জানা গেছে। শনিবার (১০ মে) এক্স হ্যান্ডলে এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই।
এদিকে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আপাতত বন্ধ আছে পিএসএল। পাকিস্তান সুপার লিগে খেলতে যাওয়া বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা আজই পাকিস্তান থেকে দেশে ফিরেছেন।
]]>