পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, কার জয়ে বাংলাদেশের লাভ?

১ সপ্তাহে আগে
হংকং চায়নাকে হারিয়ে জয় দিয়েই এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বের পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হার, আর তার পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের জয়। ৪ পয়েন্ট নিয়েও শেষ পর্যন্ত শ্রীলঙ্কার কাঁধে ভর করে সুপার ফোরে ওঠে বাংলাদেশ। আর সুপার ফোরের প্রথম ম্যাচে সেই শ্রীলঙ্কাকেই হারিয়ে দেয় লাল সবুজরা।

সুপার ফোরে ইতোমধ্যে প্রতিটি দলই একটি করে ম্যাচ খেলেছে। বাংলাদেশ হারিয়েছে শ্রীলঙ্কাকে, আর ভারত হারিয়েছে পাকিস্তানকে। একটি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলে সবার ওপরে আছে ভারত। তাদের সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে বাংলাদেশ আছে দুইয়ে। আর সবার নিচে আছে পাকিস্তান। 

 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। তবে এই দুই দলের মধ্যে কে জিতলে বাংলাদেশের লাভ হবে, সে প্রশ্নটাও হয়তো মেলাতে শুরু করেছেন অনেকেই। চলুন তাহলে হিসেব মেলানো যাক। 

 

আজ যদি শ্রীলঙ্কা হেরে যায়, তাহলে কি হবে? আগামীকাল বাংলাদেশের বিপক্ষে ভারত যদি জিতে যায়, তাহলে বাদ পড়বে লঙ্কানরা। আর যদি বাংলাদেশ জিতে যায়, তাহলে তাদের ফাইনালের সম্ভাবনা টিকে থাকবে। ভারত যদি বাংলাদেশকে হারায়, আবার শেষ ম্যাচে যদি শ্রীলঙ্কা আবার ভারতকে হারিয়ে দেয়, তাহলে তাদের পয়েন্ট হবে ২। অন্যদিকে ভারতের পয়েন্ট থাকবে ৪। সেক্ষেত্রে পাকিস্তান কিংবা বাংলাদেশের ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে।       

 

আরও পড়ুন: হারিসের মতো উদযাপন পাকিস্তানের নারী ক্রিকেটারেরও, নেপথ্যে কি ভারতকে ‍উস্কানি!

 

অন্যদিকে বাংলাদেশের পরের দুটি ম্যাচ পাকিস্তান ও ভারতের বিপক্ষে। তারা যদি এই দুই দলকে হারাতে পারে, তাহলে কোনো হিসেব-নিকেশ ছাড়াই ফাইনালে উঠবে। তবে সত্যিই যদি এমনটা হয়, তবে কপাল খুলতে পারে শ্রীলঙ্কার। কারণ আজ পাকিস্তানের কাছে হারলেও তারা ফাইনালে উঠতে পারে। সেক্ষেত্রে শেষ ম্যাচে ভারতকে হারালে ও নেট রান রেটে এগিয়ে থাকলে শ্রীলঙ্কার ফাইনাল নিশ্চিত।

 

আজ যদি পাকিস্তান হেরে যায়, তাহলে তাদের অবস্থাও হবে শ্রীলঙ্কার মতোই। ভারতের পর আজ শ্রীলঙ্কার কাছেও যদি পাকিস্তান হারে, তাহলে তাদের তাকিয়ে থাকতে হবে ভারত-বাংলাদেশ ম্যাচের দিকে। কারণ আগামীকালের সেই ম্যাচে যদি বাংলাদেশ জিতে যায়, তাহলে পাকিস্তানের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে যাবে। 

 

আজ হারলে পাকিস্তানের পয়েন্ট শূন্যই থাকবে, শ্রীলঙ্কার হবে ২। অন্যদিকে কাল জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৪, আর ভারতের ২। সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তান যদি বাংলাদেশের বিপক্ষে জিতে যায়, তাহলে পাকিস্তানের পয়েন্ট হবে ২। অর্থাৎ, সুপার ফোরের শেষ ম্যাচে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। কারণ সে ম্যাচে যারাই জিতবে, তাদের পয়েন্ট হবে ৪। 

 

আরও পড়ুন: বিসিবির কোষাগারে কত টাকা রেখে যাচ্ছেন বর্তমান পরিচালকরা?

 

অন্যদিকে বাংলাদেশ যদি বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের কাছে হেরে যায়, তাহলে আজ শ্রীলঙ্কার কাছে হেরেও পাকিস্তানের ফাইনালে ওঠার স্বপ্ন বেঁচে থাকবে। সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে হারাতে হবে পাকিস্তানকে। আর ভারত-শ্রীলঙ্কার ম্যাচে তাকিয়ে থাকতে ভারতের জয়ের দিকে। তখন বাংলাদেশ ও পাকিস্তানের পয়েন্ট হবে সমান ২। সেক্ষেত্রে রান রেটে যে এগিয়ে থাকবে, তারাই চলে যাবে ফাইনালে। 

 

তবে আজ শ্রীলঙ্কা-পাকিস্তানের মধ্যে কারা জিতলে বাংলাদেশের লাভ হবে। এক্ষেত্রে দুই দলের যেই জিতুক না কেন, বাংলাদেশের খুব একটা যে লাভ হবে, তা কিন্তু নয়। সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। আজ যে দলই জিতবে, তাদের পয়েন্টই হবে ২। সেক্ষেত্রে কাল ভারতকে হারাতে পারলে বাংলাদেশের ফাইনাল খেলা এক প্রকার নিশ্চিতই বলা যায়। 

 

বাংলাদেশ যদি ভারতের বিপক্ষে জিতে, তাহলে ভারতের পয়েন্ট ২-ই থাকবে। অন্যদিকে শ্রীলঙ্কা যদি আজ জিতে, তাহলে তাদের পয়েন্টও হবে ২। সেক্ষেত্রে শেষ ম্যাচে ভারত-শ্রীলঙ্কার মধ্যে যে দলই জিতবে, তাদেরই পয়েন্ট হবে ৪। অর্থাৎ, সেক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ফাইনালে সঙ্গী হবে ভারত-শ্রীলঙ্কার মধ্যকার জয়ী দল। অন্যদিকে পাকিস্তান যদি আজ জিতে যায়, তাহলে তাদের অবস্থা হবে ঠিক শ্রীলঙ্কার উল্টো।

]]>
সম্পূর্ণ পড়ুন