বুধবার (৭ মে) এক বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে উড়োজাহাজ সংস্থাটি। এদিন ভোরে পাকিস্তানে হামলা চালায় ভারত।
এতে বলা হয়, পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকার কারণে কাতার এয়ারওয়েজ পাকিস্তানে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যাত্রী ও ক্রুদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।
আরও পড়ুন: পাকিস্তানে হামলা ভারতের: মাঝপথ থেকে ফিরল বাংলাদেশগামী দুই বিমান
সর্বশেষ ফ্লাইট-সংক্রান্ত তথ্য জানতে তাদের অফিশিয়াল ওয়েবসাইট qatarairways.com ভিজিট করার আহ্বান জানিয়েছে কাতার এয়ারওয়েজ।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁন্দুর’ শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালিয়েছে। কাশ্মিরের উত্তপ্ত পরিস্থিতি এবং ভারতের ‘অপারেশন সিঁন্দুর’ নামের সামরিক অভিযানের প্রেক্ষাপটে পাকিস্তানের আকাশসীমায় সতর্কতা জারি করা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক রুটে বড় ধরনের ব্যাঘাত দেখা দিয়েছে।
ভারতের হামলায় পাকিস্তানের ৮ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে গোলাগুলিতে ৩ ভারতীয় নিহত হয়েছেন।
]]>