পাইলট ইজেক্ট করার পর মিরাজ যুদ্ধবিমান বিধ্বস্ত

৩ সপ্তাহ আগে
ইউক্রেনে একটি মিরাজ ২০০০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার (২২ জুলাই) এটি বিধ্বস্ত হয়। তবে পাইলট নিরাপদে বেরিয়ে (ইজেক্ট) এসেছেন।

বুধবার (২৩ জুলাই) দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ খবর জানানো হয়।


এতে বলা হয়, উত্তর-পশ্চিম ইউক্রেনের ভলিন ওব্লাস্টে দুর্ঘটনাটি ঘটে।

 

আরও পড়ুন:রাশিয়ায় খনি শ্রমিকদের বহনকারী বাস খাদে, নিহত ১৩

 

চলতি বছর ফ্রান্স থেকে ইউক্রেনে সরবরাহ করা হয়েছিল যুদ্ধবিমানটি। কারিগরি ত্রুটির কারণে এটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে।  


এদিকে, এক সামরিক বিবৃতিতে বলা হয়েছে, উড্ডয়নের পর সরঞ্জামের ত্রুটি দেখা দিলে পাইলট ফ্লাইট কন্ট্রোলারকে জানান। তখন পাইলট দক্ষতার সাথে কাজ করেন, সংকটজনক পরিস্থিতি বিবেচনা করে তিনি সফলভাবে (ইজেক্ট) বেরিয়ে আসেন। পরে উদ্ধারকারী দল পাইলটকে স্থিতিশীল অবস্থায় খুঁজে পায়। এছাড়া মাটিতে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। 

 

ইউক্রেনের এই বছর এটিই মিরাজ যুদ্ধবিমানের বিধ্বস্তের প্রথম ঘটনা।

 

আরও পড়ুন:গাজায় ত্রাণ সহায়তা প্রার্থীদের হত্যা অমার্জনীয়: ইইউর পররাষ্ট্রনীতি প্রধান

]]>
সম্পূর্ণ পড়ুন