ভুক্তভোগীদের অভিযোগ, সোলাদানা ইউনিয়নের ভ্যাকোটমারী গ্রামের মৃত সওকত গাজীর ছেলে এবং স্থানীয় পোস্টমাস্টার আমিরুল ইসলাম দীর্ঘদিন ধরে সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের মাঠপর্যায়ের প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তিনি ভ্যাকোটমারী ও বেতবুনিয়া গুচ্ছগ্রামের শতাধিক নারী গ্রাহককে ১৬ বছর মেয়াদি বিমা করিয়ে বেশি লাভের প্রলোভন দেন।
বিক্ষোভে অংশ নেওয়া আছিয়া বেগম বলেন, ‘আমরা অশিক্ষিত মানুষ। আমিরুল প্রতিবছর আমাদের কাছ থেকে কিস্তির টাকা নিয়েছে, কিন্তু সঠিক রসিদ দেয়নি। পরে জানতে পারি, সে ওই টাকা জমা না দিয়ে নিজের কাছে রেখে দিয়েছে।’
আরও পড়ুন: খুলনায় আ.লীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
মুসলিমা বেগম জানান, তার বীমার মেয়াদ পূর্ণ হলেও অফিসে গিয়ে দেখেন মাত্র ৫ কিস্তির টাকা জমা রয়েছে। বাকি টাকা নেই। ফনি বিবি বলেন, ‘বাড়িতে ঝিয়ের কাজ করে টাকা জমিয়ে আমি বীমা করেছি। এখন সব হারালাম। আমরা কোথায় যাব?’
ভুক্তভোগীরা জানান, তারা সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের চুকনগর অফিসে যোগাযোগ করলে বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়। তখনই তারা বুঝতে পারেন, আমিরুল ইসলাম দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে প্রতারণা করে আসছেন।
এ বিষয়ে সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের খুলনা ইনচার্জ জয়নাল আবেদীন সময় সংবাদকে বলেন, ‘বিষয়টি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি। এখনও পর্যন্ত কেউ আমাদের কাছে লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
ভুক্তভোগীরা দ্রুত আমিরুল ইসলামের গ্রেফতার ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।