পাঁচ আইএসও সনদ পেল সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান

৩ সপ্তাহ আগে
সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ইমতিসাল সেন্টার পাঁচটি আন্তর্জাতিক মানের আইএসও সার্টিফিকেশন অর্জন করেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে এই তথ্য জানানো হয়।

 

ইমতিসাল সেন্টার হজ ও ওমরা যাত্রীদের জন্য বিভিন্ন সেবা প্রদান করে থাকে। এই সেন্টার পাঁচটি আলাদা আলাদা ক্ষেত্রে আন্তর্জাতিক মানের স্বীকৃতি পেয়েছে। এই সার্টিফিকেশনগুলো হল: গুণগত ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও নিরাপত্তা, পরিবেশ ব্যবস্থাপনা, গুণগত ব্যবস্থাপনা এবং সেবা ব্যবস্থাপনা।

 

আরও পড়ুন: হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংক অফিস সময়ের পরও খোলা থাকবে

 

এই সার্টিফিকেশনগুলো নিশ্চিত করে যে, ইমতিসাল সেন্টার আন্তর্জাতিক মানের সর্বোচ্চ স্তরে পরিষেবা প্রদান করছে। হজ যাত্রীরা এখন আরও নিরাপদ, স্বাস্থ্যসম্মত এবং সুবিধাজনক পরিবেশে তাদের হজযাত্রা সম্পন্ন করতে পারবেন।

 

ইমতিসাল সেন্টারের কর্মকর্তারা জানিয়েছেন, এই অর্জন তাদের জন্য একটি বড় সাফল্য। তারা ভবিষ্যতে আরও উন্নত সেবা প্রদানের মাধ্যমে হজ যাত্রীদের সন্তুষ্টি নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাবেন।

]]>
সম্পূর্ণ পড়ুন