রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, বাংলা নববর্ষ ১৪৩২ সুষ্ঠুভাবে উদ্যাপন উপলক্ষে জননিরাপত্তার স্বার্থে আগামী ১৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ মেট্রোরেল স্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
এরআগে, শুক্রবার (১১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে ঢাবি কর্তৃপক্ষ জানায়, নববর্ষে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং শাহবাগ স্টেশনে কোনো বিরতি থাকবে না। এছাড়া ওইদিন বিকাল ৫টার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্ব সাধারণের প্রবেশও বন্ধ থাকবে।
এ সময় জানানো হয়, শোভাযাত্রার জন্য সকাল ৮টা থেকে ১২ পর্যন্ত শাহবাগ ও ঢাবি মেট্রো স্টেশন বন্ধ থাকবে। এছাড়া সর্ব সাধারণের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের সুযোগ থাকবে বিকাল ৫টা পর্যন্ত। এর পর বিশ্ববিদ্যালয় এলাকায় সাধারণের প্রবেশ বন্ধ থাকবে।
আরও পড়ুন: রমনার বটমূলে বাংলা নববর্ষকে বরণ করতে প্রস্তুত ছায়ানট
ব্রিফিংয়ে ঢাবি ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, বিবর্তনমূলক রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ এবারের উদযাপনে প্রতিফলিত হবে। এবারের আয়োজনে ২৮টি জাতিগোষ্ঠী যুক্ত হচ্ছে ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও থাকবে বলে ব্রিফিংয়ে জানান তিনি।
এছাড়া এবার মঙ্গল শোভাযাত্রার বদলে আনন্দ শোভাযাত্রা হবে জানিয়ে ঢাবির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ জানান, এবার ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যে উদযাপিত হবে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।
]]>