নতুন বছরের প্রথম দিনটি উপভোগ করতে ঢাকার কিছু জায়গা হয়ে ওঠে আনন্দ-উৎসবের কেন্দ্রস্থল। চলুন জেনে নিই পহেলা বৈশাখে রাজধানীর যেসব জায়গায় ঘুরতে পারেন আপনি ও আপনার প্রিয়জনরা:
রমনা পার্ক
পহেলা বৈশাখের সকালে ঢাকায় যেকোনো বৈশাখী উৎসবের মূল কেন্দ্রবিন্দু হলো রমনা বটমূল। এখানে ছায়ানটের আয়োজনে হয় ঐতিহ্যবাহী সংগীতানুষ্ঠান। হাজারো মানুষ ভোরবেলা রমনায় জড়ো হন নতুন বছরকে স্বাগত জানাতে। বটমূলের ছায়ায় বাঙালির গান, কবিতা আর আবেগে মেতে ওঠে পুরো এলাকা। পাশের রমনা পার্কেও থাকে উৎসবের আমেজ, যেখানে পরিবার নিয়ে ঘুরে বেড়ানো যায় স্বস্তির সঙ্গে।
চারুকলা
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেই আয়োজনের কমতি নেই। ঢাবির চারুকলা অনুষদের আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে পারে। আনন্দ শোভাযাত্রায় এতে সব শ্রেণির মানুষ অংশগ্রহণ করে। ফলে সর্ববৃহৎ আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ নিতে পারেন।
টিএসসি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসিও ঘোরা যায়। যে কোনো জাতীয় উৎসবে স্থানটি গুরুত্বপূর্ণ। রমনা পার্ক থেকে খুব বেশি দূরে নয়। এখানে এলে পেয়ে যাবেন গ্রামীণ মেলার পরিবেশ। তবে পহেলা বৈশাখের দিন প্রচুর ভিড় থাকে এখানে।
আরও পড়ুন: বর্ষবরণে রাজধানীতে যত আয়োজন
বাংলা একাডেমি
টিএসসি থেকেই একটু কাছেই হেঁটে যেতে পারেন বাংলা একাডেমির বৈশাখি মেলায়। এখানে পাবেন কুটির শিল্প, দেশি খাবার, নাগরদোলা, পুতুলনাচ।
শিল্পকলা একাডেমি
সংস্কৃতিপ্রেমী দর্শকদের জন্য শিল্পকলা একাডেমি ও নাট্যশালায় থাকে নাটক, নৃত্যনাট্য, আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনা। বিভিন্ন নাট্যদল ও সাংস্কৃতিক সংগঠন সারা দিনব্যাপী আয়োজন করে বৈশাখী অনুষ্ঠানমালা।
হাতিরঝিল
ঢাকার অন্যতম নান্দনিক জায়গা হাতিরঝিল পহেলা বৈশাখে হয়ে ওঠে রঙিন আনন্দভুবন। দিনের বেলায় নৌকা ভ্রমণ, বিকেলে ঘোরাঘুরি, আর সন্ধ্যায় আলোকসজ্জায় রঙিন হয়ে ওঠা হাতিরঝিলে পাওয়া যায় এক অন্যরকম উৎসব অনুভব। সঙ্গে থাকে স্ট্রিট ফুড ও লাইভ মিউজিকের আয়োজন।
আরও পড়ুন: গরমে পাহাড় না সমুদ্র, কোথায় ঘুরতে যাবেন?
ধানমন্ডি লেক
রাজধানীর ব্যস্ততার মাঝে ধানমন্ডি লেক একটি স্নিগ্ধ ও নির্মল পরিবেশ তৈরি করে, যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৈশাখী সাজে থাকে মানুষের পদচারণা। লেকপাড়ে বসে আড্ডা, হালকা খাবার, স্ট্রিট ফুড আর কখনো কখনো খোলা পরিবেশে গানের আসর—সব মিলিয়ে ধানমন্ডি লেক এক নিঃশব্দ উৎসবের শহর হয়ে ওঠে।
পুরান ঢাকা
পুরান ঢাকার ঠাটারি বাজার, নাজিরা বাজার, চকবাজার, বঙ্গবাজারের দিকেও যেতে পারেন। এখানে যাবতীয় ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে পরিচিত হতে পারবেন। দেখতে পারবেন ঐতিহ্যবাহী হালখাতার বিভিন্ন আয়োজন।
আরও পড়ুন: এক দিনে ঘুরে আসুন গাজীপুরের মনোরম ৬ দর্শনীয় স্থান
লালবাগ কেল্লা
মোঘল আমলে নির্মিত একটি অনন্য ঐতিহাসিক নিদর্শন হিসেবে পরিচিত লালবাগ কেল্লা। প্রতিদিন হাজারো মানুষের ভিড়ে মুখর থাকে লাল ইটের দর্শনীয় কেল্লাটি। সেই সঙ্গে দেখে আসতে পারেন কেল্লার পাশেই অবস্থিত ঐতিহাসিক লালবাগ শাহী মসজিদও।
পূর্বাচল ৩০০ ফিট সড়ক
বিশাল খোলা রাস্তা, চারপাশের প্রাকৃতিক পরিবেশ আর স্ট্রিট ফুডের সমাহারে এটি এখন আউটডোর ঘোরাঘুরির জন্য এক দুর্দান্ত জায়গা পূর্বাচল ৩০০ ফিট সড়ক। পহেলা বৈশাখে এখানেও জমে ওঠে ভিন্নধর্মী আয়োজন—ফুটপাত ঘেঁষা খাবারের দোকান, ফটোগ্রাফারদের ভিড়, বাইকার ও বন্ধুদের আড্ডা।
]]>