রোববার (১৪ এপ্রিল) রাত দশটা থেকে গুলশান সোসাইটি ও অলিগলির উদ্যোগে শান্তামারিয়ম ইউনিভার্সিটি শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় এ আলপনা উৎসব।
স্থানীয় ও দর্শনার্থীরা জানান, এ যেন ব্যতিক্রমী এক গুলশান। রাতভর নানা বয়সী, নানা শ্রেণী-পেশার মানুষের এক মিলন মেলা। যার কেন্দ্রে রয়েছে রাতভর আলপনা উৎসব।
আরও পড়ুন: পহেলা বৈশাখে কেমন পোশাক পরবেন
শুধু গুলশানবাসী নয়, আলপনা উৎসব উপভোগ করতে রাজধানীর অন্য জায়গা থেকেও এসেছেন অনেকেই। তারা জানান, সারারাত আঁকা হবে আলপনা। এটি দেখতেই মূলত ছুটে আসা।
আয়োজকরা জানান, বৈশাখী উদযাপন শুধু আলপনা আকার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। শাহাবুদ্দিন পার্কে তিন দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে, যা শুরু হবে পহেলা বৈশাখ সকাল থেকেই।
]]>