ভারতীয় সংবাদমাধ্যম ইটিভি ভারত-র প্রতিবেদন থেকে জানা যায়, ২০০১ সালে ভারতে জঙ্গি হামলার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘গ্রাউন্ড জিরো’। এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউড সুপারস্টার অভিনেতা ইমরান হাশমী।
সিনেমায় ইমরান অভিনয় করেছেন একজন বিএসএফ জওয়ানের চরিত্রে। যার নাম নরেন্দ্র নাথ দুবে। যিনি ভারতে সংসদ ভবনে জঙ্গি হামলার ঘটনায় মাস্টারমাইন্ড, জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর অন্যতম প্রধান ‘গাজি বাবা’কে হত্যা করেন।
সীমান্ত প্রহরী বিএসএফ সদস্যদের এ সাহসিকতার সত্য ঘটনা আবারও পর্দায় দেখে নিজ দেশের প্রতি প্রেম, ভালোবাসা অনুভব করছেন দর্শকরা। সিনেমাটি দেখার পর সোশ্যাল মিডিয়ায় অনেকে মন্তব্যের ঘরে লিখছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিচ্ছবি এ সিনেমা, সবার দেখা উচিত।
আরও পড়ুন: ইউটিউব থেকে মুছে ফেলা হলো আবির গুলালের গান
ভারতীয় অভিনেতা ও সমালোচক সিদ্ধার্থ কানন সিনেমাটি দেখার পর তার এক্স হ্যান্ডেলে লেখেন, কাশ্মীরের বাস্তবতা ফুটে উঠেছে এই ছবিতে ৷ সত্যের গভীরে নিয়ে যাবে এই ছবি ৷ ৫০ বছরের ইতিহাসে একজন বিএসএফ জওয়ানের মিশন কীভাবে সফল হয়েছিল, তার সাক্ষী থাকবেন দর্শকরা ৷ আমার মনে হয় প্রত্যেক ভারতীয়র এই সিনেমা দেখা উচিত।
আরও পড়ুন: যে কারণে ৩১ বছর কাশ্মীর যাননি শাহরুখ খান
ফারহান আখতার ও রিতেশ সিদ্ধওয়ানি প্রযোজিত এবং তেজস প্রভা বিজয় দেওস্কর পরিচালিত ‘গ্রাউন্ড জিরো’ কাশ্মীরে জঙ্গি দমন প্রসঙ্গ নিয়ে নির্মিত। তাই সিনেমাবোদ্ধারা বলছেন, ২২ এপ্রিল কাশ্মীরে ঘটে যাওয়া পাকিস্তানের এমন ন্যাক্কারজনক জঙ্গি হামলার মধ্যে ২০০১ সালে নৃশংস জঙ্গি হামলার কথা মনে করিয়ে দিচ্ছে সিনেমাটি। সেই সঙ্গে জঙ্গি দমনের বিষয়টিও তুলে ধরা হয়েছে সিনেমায়। যা দর্শক মহলে দাগ কাটবে, সেই সঙ্গে সিনেমাটিও হতে পারে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম ব্যবসা সফল সিনেমা।
]]>