পশ্চিমারা সমালোচনা করছে মানে আপনি সঠিক পথে আছেন

১ সপ্তাহে আগে
শুল্ক আরোপের কারণে মার্কিন বাজারে প্রবেশে সমস্যা হলে ভারতের জন্য রাশিয়ায় দরজা খোলা আছে বলে জানিয়েছেন একজন জ্যেষ্ঠ রুশ কূটনীতিক। এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সমালোচনাও করেছেন তিনি।

বুধবার (২০ আগস্ট) এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাশিয়ার ডেপুটি চিফ অব মিশন রোমান বাবুশকিন বলেছেন, রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার বিষয়ে ভারতের ওপর মার্কিন চাপ ‘অযৌক্তিক’ এবং ‘একতরফা’।

 

তিনি বলেন, ‘যদি ভারতীয় পণ্য মার্কিন বাজারে প্রবেশে অসুবিধার সম্মুখীন হয়, তাহলে রাশিয়া তাকে স্বাগত জানাবে। যারা নিষেধাজ্ঞা আরোপ করছে তাদের ওপরই এর প্রভাব পড়ছে। এটি ভারতের জন্য একটি চ্যালেঞ্জিং পরিস্থিতি, কিন্তু আমাদের সম্পর্কের ওপর আমাদের আস্থা রয়েছে।’ 

 

‘বহিরাগত চাপ’ সত্ত্বেও ভারত-রাশিয়া জ্বালানি সহযোগিতা অব্যাহত থাকবে বলে মনে করেন বাবুশকিন। 

 

আরও পড়ুন: কাজে আসছে না হুমকি-ধামকি, আরও শক্ত অবস্থানে রাশিয়া!

 

রাশিয়া ভারতের সবচেয়ে বড় অপরিশোধিত তেল সরবরাহকারী উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ভারতের চাহিদা বছর বছর বাড়ছে। অবশ্যই, এটি পারস্পরিক সহনশীলতা এবং আমাদের অর্থনীতির পরিপূরকতার একটি নিখুঁত উদাহরণ। আমরা নিশ্চিত যে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে চাপে রাখার জন্য ভারতের ওপর শুল্ক আরোপ করেছেন–হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ কথা বলা একদিন পরই রুশ কর্মকর্তার এই মন্তব্য এলো। 

 

ভারতের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক ২৭ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

 

বাবুশকিন বলেছেন, ‘ভারত যদি রাশিয়ার তেল না কেনে, তাহলে এটি সাধারণভাবে পশ্চিমাদের সাথে সমান সহযোগিতার দিকে পরিচালিত করবে না, কারণ এটি পশ্চিমা প্রকৃতির নয়। যা সাম্প্রতিক বছরগুলোতে স্পষ্টভাবে প্রদর্শিত হয়েছে। তারা নব্য উপনিবেশবাদী শক্তির মতো আচরণ করে যারা তাদের নিজস্ব সুবিধার কথা ভাবে। এই চাপ অযৌক্তিক এবং একতরফা।’ 

 

আরও পড়ুন: শান্তি আলোচনার মধ্যেই পুতিনকে কেন ফোন করেছিলেন ট্রাম্প?

 

রুশ এই কর্মকর্তার মতে, পশ্চিমারা যদি আপনার সমালোচনা করে, তাহলে এর অর্থ হলো আপনি সবকিছু ঠিকঠাক করছেন।

 

সূত্র: এনডিটিভি
 

]]>
সম্পূর্ণ পড়ুন