পশ্চিম তীরকে ইসরাইলের সাথে যুক্ত করার আহ্বানের তীব্র নিন্দা ওআইসির

১ সপ্তাহে আগে
অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করার আহ্বান জানিয়ে সাম্প্রতিক ইসরাইলি বিবৃতিগুলোকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)।

সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে জারি করা এক বিবৃতিতে, ওআইসি বলেছে, এই ধরনের মন্তব্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং দ্বি-রাষ্ট্র সমাধান অর্জনের প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলবে।

 

এতে আরও সতর্ক করা হয়েছে, ইসরাইলি নেতা এবং বসতি স্থাপনকারীদের অব্যাহত উস্কানি এই অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।

 

আরও পড়ুন:ওআইসি মঞ্চে নেতানিয়াহুকে নিয়ে এরদোয়ানের নতুন বার্তা
 

এছাড়া ওআইসি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া এবং জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেয়ার আহ্বান জানিয়েছে।


এর আগে বুধবার ১৪ জন ইসরাইলি মন্ত্রী এবং নেসেটের স্পিকার আমির ওহানা একটি যৌথ চিঠিতে স্বাক্ষর করেছেন, যেখানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবিলম্বে দখলকৃত অঞ্চলটি সংযুক্ত করবে বলে দাবি জানানো হয়।


ইসরাইলি বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিনও পশ্চিম তীরকে সংযুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, ‘পশ্চিম তীরজুড়ে সার্বভৌমত্ব প্রয়োগ করার সময় এসেছে।’ 


এদিকে, এক বিবৃতিতে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরাইলি আহ্বানকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি বলে নিন্দা জানিয়েছে।

 

আরও পড়ুন:ওআইসি সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

 

ইসরাইলের এই ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব, জর্ডান ও মিসর। 

 

সূত্র: জিও টিভি 
 

]]>
সম্পূর্ণ পড়ুন