পল্লবীতে চিহ্নিত সন্ত্রাসী পেপার সানির হ্যান্ডকাপ পরা মরদেহ উদ্ধার

৩ সপ্তাহ আগে
রাজধানীর মিরপুরের পল্লবীর চিহ্নিত সন্ত্রাসী রাকিুবল হাসান সানি ওরফে পেপার সানির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জুন) ভোরে মিরপুর-১১ নম্বরের বি-ব্লকের ৩ নম্বর লাইনের মিল্লাত ক্যাম্পসংলগ্ন ডায়মন্ড স্কুলের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিুবল হাসান সানি ওরফে পেপার সানি পল্লবীর ১২ নম্বর মোড়া পাড়া ক্যাম্পের বাসিন্দা। তার বিরুদ্ধে পল্লবী থানাসহ মিরপুরের বিভিন্ন থানায় মাদক ও একাধিক মারামারির মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার। গত বছর ১৬ মার্চ এলাকায় মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাব্বি গ্রুপের হামলায় পেপার সানি গ্রুপের ফয়সাল নিহত হয়। ওই হত্যাকাণ্ডের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়।
 

আরও পড়ুন: নিজ ঘর থেকে খুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


ধারণা করা হচ্ছে, আধিপত্য নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন সানিকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে চলে যায়। এ ঘটনার পর থেকে মিল্লাত ক্যাম্পে আতঙ্ক দেখা দিয়েছে।


পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আমরা সকাল ৭টার দিকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন