পর্যটন লেক পরিষ্কারে স্বেচ্ছাশ্রমে রামগড় বিএনপি পরিবার

৩ সপ্তাহ আগে
খাগড়াছড়ির রামগড় পর্যটন লেকের সৌন্দর্য রক্ষায় কচুরিপানা ও লেক পাড়ের আগাছা পরিষ্কার করছে রামগড় উপজেলা ও পৌর বিএনপি পরিবার।

বুধবার (১৮ জুন) সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূঁইয়ার নেতৃত্বে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতা-কর্মী সেচ্ছাশ্রমে এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

 

রামগড় পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত এই লেকটি বিভিন্ন সময় প্রশাসনের সহযোগিতায় সংস্কার করা হলেও এবার বিএনপির উদ্যোগে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। কচুরিপানায় ভরে সৌন্দর্য হারানো লেকটি রক্ষায় স্থানীয়দের প্রশংসা কুড়াচ্ছে এই কার্যক্রম।

 

আরও পড়ুন: আরও দুই টেলিকমকর্মী অপহরণ, ১০ দিনেও মেলেনি খোঁজ

 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূঁইয়া বলেন, ‘সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার সময়ে নির্মিত এ লেকটি আমরা দলের দায়বদ্ধতা থেকে নিজেরা পরিষ্কার করছি। এটি চলমান থাকবে।’

 

পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন জানান, ‘বিএনপি ক্ষমতায় গেলে রামগড় লেকের সৌন্দর্য পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে আরও বড় পরিসরে উদ্যোগ নেয়া হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন