পরীর বিরুদ্ধে মামলা, ২য় আসামি সৌরভ!

২ সপ্তাহ আগে
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে ঢাকার ভাটারা থানায় লিখিত অভিযোগের পর এবার গৃহকর্মী নির্যাতনের অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেছেন গৃহকর্মী পিংকি আক্তার। এ মামলায় পরী ১ নাম্বার আসামি।

মঙ্গলবার ( ২২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে এ মামলা দায়ের করা হয়। এ মামলায় দ্বিতীয় আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছে সৌরভকে।

 

আদালতে মামলা দায়েরের পর বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।

 

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসিদুস জামান নিশান সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩/৩২৪/৩০৭/৫০৬/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।আগামী ৮ মে’র মধ্যে পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করবে।

 

মামলায় উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের মার্চে বাদী পিংকি আসামিদ্বয়ের বাসায় কাদের এজেন্সির মাধ্যমে গৃহপরিচারিকার চাকরি নেন। একটি বাচ্চার দেখাশুনার দায়িত্ব নেয়ার কথা থাকলেও অভিযুক্ত আসামির বাসায় দুটি বাচ্চা দেখাশুনার দায়িত্ব পালনসহ রান্নার কাজও করতেন বাদী।

 

চলতি বছর গত ২ এপ্রিল দুপুর ১টায় মারধর ও নির্যাতনের শিকার হন পিংকি। ওইদিন মাদক গ্রহণ করে বাচ্চার রুমে এসে বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এক পর্যায় মারধর করেন অভিযুক্ত পরী। এ ঘটনায় বাদী পিংকি অজ্ঞান হয়ে যান। এরপর জ্ঞান ফিরলে হাসপাতালে যেতে চান তিনি। এ সময় মামলার ২ নাম্বার আসামি সৌরভ তাতে হাসপাতালে যেতে দেন না। পাশাপাশি পরীকে উৎসাহিত করেন পিংকিকে আরও নির্যাতন করার।

 

আরও পড়ুন: বাসায় টেনশনে থাকেন শাকিব খান!

 

বাড়িতে আটকে রাখায় পিংকি ৯৯৯ নাম্বারে কল করে পুলিশে খবর দেন। এরপর পুলিশের সহায়তায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা নেয়ার পর ৪ এপ্রিল ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেটির কোনো অগ্রগতি লক্ষ্য না করায় আজ আদালতে মামলা করেন গৃহকর্মী পিংকি।

 

আরও পড়ুন: ঢাকায় নেই পরীমণি, কোথায় আছেন?

 

এদিকে পরিবার নিয়ে এ মুহূর্তে কক্সবাজারে সময় কাটাচ্ছেন চিত্রনায়িকা পরীমণি। আর পারিবারিক এ সুন্দর সময় কাটানোর মাঝেই গৃহকর্মী নির্যাতনের মামলায় অভিযুক্ত হলেন এ অভিনেত্রী। 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন