এই দুই আলোচিত মানুষের নাম একসঙ্গে উচ্চারিত হলে কৌতূহল তৈরি হওয়াটাই স্বাভাবিক। আর ঠিক সেখানেই নতুন করে শুরু হলো আলোচনা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অতিথি হয়ে এসেছিলেন আসিফ আকবর। সেখানে তিনি জানান, শিল্পী সমাজে এমন কিছু তারকা আছেন, যাদের সামনে পেলে তিনি কোনো রাখঢাক না রেখেই প্রশ্ন করতে চান। সেই তালিকায় রয়েছে চিত্রনায়িকা পরীমণির নাম।
আরও পড়ুন: বিদেশি দালালদের চিনে না রাখলে ইতিহাসের রং নৃশংসই থাকবে: আসিফ
আসিফের মতে, পরীমণিকে যতটুকু তিনি দেখেছেন, সে একটু খামখেয়ালী স্বভাবের। আর সেই খামখেয়ালিপনা নিয়েই তার কৌতূহল। তাই পরীমণির উদ্দেশে তার প্রশ্ন- “তুমি আমাদের মুক্তি দেবে কবে? তুমি একটা কিছু করো, সেটেল ডাউন হও। কিভাবে করবে, সেটাও আমাকে বলো।”
আসিফের এই কথার ভেতরে যেমন রয়েছে রসিকতার ছোঁয়া, তেমনি আছে অভিজ্ঞ একজন শিল্পীর সোজাসাপ্টা ভাবনা। তিনি জানান, এর আগেও পরীমণির সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।
আরও পড়ুন: ‘শীত নাই’ ক্যাপশন দিয়ে সাহসী লুকে পরীমণি
এদিকে সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন, সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতি আর আবেগী প্রকাশ- সব মিলিয়ে পরীমণি বরাবরই চর্চায় থাকেন। সমালোচনা আর প্রশংসা দুটোকেই সামলে নিজের মতো করেই এগিয়ে চলছেন এই অভিনেত্রী।

২ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·