শুক্রবার (২৭ জুন) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক ও সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক নির্দেশনা এবং প্রচলিত নিয়ম ভঙ্গ করে সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ উচ্চমাধ্যমিক পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করেন। এতে সাংগঠনিক শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বহিষ্কার
জানা যায়, সানাউল্লাহ দলবল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে শুরু হয় ব্যাপক সমালোচনা। নিয়ম অনুযায়ী, পরীক্ষা চলাকালে কেন্দ্রের ১০০ গজের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ হলেও এ ধরনের কাজ শিক্ষাব্যবস্থার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে বলে অভিমত স্থানীয়দের।
এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ‘আমি পরীক্ষা শুরুর আগে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম এবং ছবিগুলো নিজেই পোস্ট করেছি। সেখানে কোনো বিশৃঙ্খলা করিনি।’
শিক্ষা প্রতিষ্ঠানে এমন আচরণে স্থানীয়দের মাঝে প্রশ্ন উঠেছে। বিষয়টি এখন সর্বত্র আলোচিত এবং স্থানীয় প্রশাসনও ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানা গেছে।