পরিত্যক্ত ম্যাচে তামিমের সেঞ্চুরির আক্ষেপ, সিরিজ জয় বাংলাদেশের

৫ দিন আগে
সিরিজ বাঁচাতে শেষ ম্যাচটা জিততেই হতো স্বাগতিক শ্রীলঙ্কাকে। কিন্তু বৃষ্টির কারণে শেষ পর্যন্ত এক ইনিংসের খেলাও পুরোপুরি শেষ হলো না। তার আগে অবশ্য বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল প্রত্যাশানুযায়ীই ব্যাটিং করছিল। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ম্যাচটা পরিত্যক্ত হওয়ায় অবশ্য সিরিজ জয়ের আনন্দেই ভেসেছে জুনিয়র টাইগাররা।

বৃহস্পতিবার (৮ মে) কলম্বোয় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দলের মধ্যকার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।


এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বৃষ্টিতে খেলা বন্ধ হবার আগে ৩৯.১ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে জুনিয়র টাইগাররা। এরপর আর খেলা মাঠে গড়াতে না পারলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।


ছয় ম্যাচের সিরিজটিতে বাংলাদেশ ৩-২ ব্যবধানে জয় পেয়েছে।


এদিন ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ইনফর্ম জাওয়াদ আবরারের উইকেট হারায় বাংলাদেশ। দলের রান তখন মাত্র ১। ৭ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি জাওয়াদ।


আরও পড়ুন: টাইগারদের পাকিস্তান সফর এখনই স্থগিত নয়


অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে নিয়ে পরিস্থিতি সামাল দেন আরেক ওপেনার কালাম সিদ্দিকি। তবে এ সময় রানের চাকা কিছুটা মন্থর ছিল। ৮১ বলে ৬৫ রান যোগ করেন তারা।


দারুণ খেলছিলেন কালাম, কিন্তু রবিহংসের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। ৪৫ বলে ৫ চারে ৩১ রান করেন তিনি।  কালাম ফিরলে রিজান হোসেনের সঙ্গে জুটি গড়েন তামিম।


সিরিজের আগের পাঁচ ম্যাচের দুটিতে অর্ধশতক হাঁকানো অধিনায়ক তামিম আজ সেঞ্চুরির পথেই ছিলেন। কিন্তু মাত্র ৬ রান দূরে থাকতে মাথুলানের বলে সুহাস ফার্নান্দোর হাতে ধরা পড়েন তিনি। বাংলাদেশের স্কোর তখন ৩৬.২ ওভারে ১৭৪। ভেঙে যায় ১০৮ রানের জুটি।


১১১ বলে ৭ চার ও ২ ছক্কায় ৯৪ রান করেন বাংলাদেশের অধিনায়ক।


আরও পড়ুন: টেস্টে ভারতের পরবর্তী অধিনায়ক শুভমান গিল!


রিজানও অর্ধশতকের পথে হাঁটছিলেন, তার সঙ্গী হন আব্দুল্লাহ। কিন্তু ৪০তম ওভারে খেলা চলাকালীন বৃষ্টি নামলে আর বল মাঠে গড়াতে পারেনি।


রিজান ৬৪ বলে ২ চার ও ১ ছক্কায় ৪৮ রানে অপরাজিত থাকেন। ৯ বলে ৫ রানে ব্যাট করছিলেন আব্দুল্লাহ।


শ্রীলঙ্কার পক্ষে কুগাথাস মাথুলান, হিমাল রবিহংস ও তারুসা নভোদয়া ১টি করে উইকেট শিকার করেন। 

]]>
সম্পূর্ণ পড়ুন