বুধবার (১৪ জানুয়ারি) এক মিডিয়া বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বিসিবির এক সদস্যের সংশ্লিষ্ট মন্তব্যগুলো অনুপযুক্ত, আপত্তিকর কিংবা আঘাতজনক হিসেবে বিবেচিত হতে পারে। এমন যেকোনো বক্তব্যের জন্য বোর্ড আন্তরিকভাবে অনুতপ্ত। তবে এসব মন্তব্য বিসিবির মূল্যবোধ, নীতি কিংবা আনুষ্ঠানিক অবস্থানকে প্রতিফলিত করে না বলেও স্পষ্ট করে দেওয়া হয়।
আরও পড়ুন: নাজমুলের পদত্যাগ দাবিতে কোয়াবের আল্টিমেটাম—পদ না ছাড়লে ক্রিকেট বর্জনের ঘোষণা
বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের নির্ধারিত মুখপাত্র অথবা মিডিয়া ও যোগাযোগ বিভাগ ছাড়া অন্য কোনো পরিচালক বা বোর্ড সদস্যের দেওয়া বক্তব্য বিসিবির আনুষ্ঠানিক মতামত হিসেবে গণ্য হবে না। অনুমোদিত চ্যানেলের বাইরে দেওয়া যেকোনো মন্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত এবং তা বোর্ডের নীতি বা দৃষ্টিভঙ্গির প্রতিফলন নয়।
বিসিবি আরও জানায়, কোনো ব্যক্তি যদি তার আচরণ বা মন্তব্যের মাধ্যমে ক্রিকেটারদের প্রতি অসম্মান প্রদর্শন করেন অথবা বাংলাদেশ ক্রিকেটের সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন করেন, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ক্রিকেটারদের পিছে এত খরচ করতেছি, ওরা কিছুই জিততে পারেনি: পরিচালক এম নাজমুল
বিজ্ঞপ্তিতে অতীত ও বর্তমান সব ক্রিকেটারের প্রতি পূর্ণ সম্মান ও সমর্থনের কথা পুনরায় তুলে ধরে বোর্ড জানায়, ক্রিকেটাররাই বাংলাদেশ ক্রিকেটের মূল শক্তি। দেশের হয়ে নিষ্ঠা ও গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের অবদান এবং কল্যাণ বিসিবির সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবেই থাকবে।
বিসিবি আরও জানায়, খেলোয়াড়দের স্বার্থ, মর্যাদা ও কল্যাণ রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং ক্রিকেটের সব স্তরে পেশাদারিত্ব, জবাবদিহি ও পারস্পরিক সম্মান বজায় রাখতে বোর্ড দৃঢ় অবস্থানে রয়েছে।
]]>

২ দিন আগে
২







Bengali (BD) ·
English (US) ·