কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার (২ জুলাই) সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার দেওয়া ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে লাল সবুজদের সংগ্রহ ১০৬ রান। জাকের আলী অনিককে সঙ্গ দেওয়ার মতো কোনো জাত ব্যাটার নেই উপরে।
ওপেনিং জুটিতে অভিষিক্ত পারভেজ ইমন খুব বেশিক্ষণ সঙ্গ দিতে না পারলেও ক্রিজ আঁকড়ে রেখেছিলেন আরেক ওপেনার তানজিদ তামিম। ১৬ বলে ১৩ রান করে ইমন বিদায় নিলেও ফিফটি তুলে নেন তানজিদ তামিম। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে গড়েন ৭১ রানের দারুণ জুটি। দুজনের জুটিতে মনে হচ্ছিল সহজ জয়ের পথেই হাঁটছে বাংলাদেশ।
আরও পড়ুন: ভারতের বাংলাদেশ সফরে রাজি নয় মোদি সরকার!
তবে শান্তর রান আউটের পর তাসের ঘরের মতো মুহূর্তেই ভেঙে যায় লাল সবুজদের ব্যাটিং লাইন আপ। ২৬ বলে ২৩ রান করে শান্ত রান আউট হন। এরপর ৫ রান যোগ করতে বিদায় নেন ৬ ব্যাটার। হাসারাঙ্গা আর কামিন্দু মেন্ডিসের ঘূর্ণির তোপে একে একে সাজঘরের পথ ধরেন লিটন দাস (০), তানজিদ হাসান (৬২), তাওহীদ হৃদয় (১), মেহেদী হাসান মিরাজ (০), তানজিম হাসান সাকিব (০) ও তাসকিন আহমেদ (০)।
আপাতত একমাত্র ব্যাটার হিসেবে ক্রিজে আছেন জাকের। তানভীর ইসলামকে নিয়ে হারের ব্যবধান কমানোর চেষ্টা করছেন তিনি।
আরও পড়ুন: ১২৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলো সারে
এর আগে তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব তোপে আড়াইশ’র আগে থামে শ্রীলঙ্কা। তাসকিন ৪ আর সাকিব ৩টি উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন শান্ত ও তানভীর ইসলাম। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ১০৬ রানের ইনিংস খেলেন চারিথ আসালাঙ্কা।
]]>