বুধবার (২৪ সেপ্টেম্বর) সুপার ফোরে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার পরের দিনই টাইগারদের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। পরাশক্তি দুই দেশের বিপক্ষে ম্যাচের আগে কোনো বিরতি না থাকায় মঙ্গলবার সংবাদ সম্মেলনে অসন্তোষ প্রকাশ করেছেন টাইগার কোচ ফিল সিমন্স।
তিনি বলেন, ‘টানা দুটি টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে খেলা খুবই কঠিন। এটা কোনো ভালো বিষয় নয়, তবে আমরা প্রস্তুত আছি। কিন্তু টানা দুই দিনে দুটি টি-টোয়েন্টি খেলা ন্যায্য নয়। মানুষ যেমনটা ভাবে, কাজটা তার চেয়ে অনেক কঠিন।’
আরও পড়ুন: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা- কার জয়ে বাংলাদেশের লাভ?
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে গত (১৯ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে একই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন টাইগারদের পেস বোলিং কোচ শন টেইট। টেইট অবশ্য পরিস্থিতিকে দোষ না দিয়ে ভালো ক্রিকেট খেলার প্রত্যয়ের কথা জানিয়েছিলেন।
তিনি বলেছেন, ‘পরিস্থিতি যেটা আছে আমাদের সেটাই মেনে নিতে হবে। সূচিটাই এমন। আমরা অনুশীলন করব এবং পরের দিন খেলব।’
আরও পড়ুন: তামিম নয়, বুলবুলকে বিসিবির সভাপতি পদে দেখতে চান আশরাফুল
‘আধুনিক ক্রিকেটে আমাদের কাছে রিকোভারি, ডাটা, স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচও আছে। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। ব্যক্তিগতভাবে আমি এসব নিয়ে খুব বেশি ভাবি না। এটাই আন্তর্জাতিক ক্রিকেট, এটাই সূচি। আমরা নিজেদের এগিয়ে নিয়ে যাব এবং আশা করি ভালো ক্রিকেট খেলব।’- যোগ করেন টেইট।
]]>