পরকীয়ায় বাধা আর অর্থলোভে খুন হন অটোচালক সায়েদুর

১ সপ্তাহে আগে
ঢাকার ধামরাইয়ে দুবছর আগে সংঘটিত অটোরিকশাচালক সায়েদুর রহমান হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরকীয়া প্রেমে বাধা আর অর্থলোভের কারণে এই হত্যাকাণ্ড ঘটে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন দুজন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা।

 

গ্রেফতার দুজন হলেন- সদর আলী ওরফে সোহরাব (৪৭) ও আলমগীর (২৫)।

 

২০২৩ সালের ২৮ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের কেস্টখালী গ্রামের একটি ধানক্ষেতের পাশ থেকে অটোরিকশাচালক সায়েদুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ধামরাই থানায় হত্যা মামলা হয় এবং মামলাটি পরবর্তীতে তদন্তের জন্য পিবিআইয়ের হাতে যায়।

 

পিবিআইয়ের তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। সদর আলী ওরফে সোহরাব ও আলমগীর একই বাসায় জুয়েল নামে এক যুবকের সঙ্গে বসবাস করতেন। একপর্যায়ে সোহরাবের স্ত্রী জুয়েলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন অবিবাহিত জুয়েল। এ নিয়ে বিরোধ তৈরি হয়।

 

কিছুদিন পর সোহরাবে স্ত্রী আবার স্বামীর কাছে ফিরে আসেন। এরই মধ্যে সোহরাব ও আলমগীর রিকশাচালক সায়েদুরের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়তে চেয়েছিলেন। অর্থের সংকট দেখা দিলে সায়েদুরের অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন সোহরাব, আলমগীর ও জুয়েল। সেই  অনুযায়ী, তারা সায়েদুরকে গান শোনার কথা বলে বাইরে নিয়ে যায়। ফেরার পথে কেস্টখালী গ্রামের নির্জন স্থানে তাকে কৌশলে বেঁধে ফেলে। গামছা দিয়ে মুখ চেপে, হাত-পা বেঁধে, উপর্যুপরি ছুরিকাঘাত করে নিশ্চিতভাবে হত্যা করে তারা। পরে মরদেহ ফেলে পালিয়ে যায়। অটোরিকশাটি তারা ৫০ হাজার টাকায় বিক্রি করে এবং টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেয়।

 

আরও পড়ুন: সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেফতার

 

তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে সদর আলীকে গ্রেফতার করে পিবিআই। তার দেয়া তথ্যের ভিত্তিতে মূল আসামি আলমগীরকেও গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর দুজনেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

 

পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, ‘আমরা দায়িত্ব পাওয়ার পর প্রকাশ্যে ও গোপনে তদন্ত চালাই। ধাপে ধাপে তথ্য সংগ্রহ করে অবশেষে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হই। তারা আদালতে স্বীকার করেছে যে নগদ টাকার প্রয়োজনে পরিকল্পিতভাবে ভিকটিমকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করে বিক্রি করেছে।’

 

তিনি আরও বলেন, ‘অপরাধীদের পরকীয়া ও অর্থলোভ শেষ পর্যন্ত এক নিরীহ অটোরিকশাচালকের প্রাণ কেড়ে নিয়েছে। এখনো জুয়েলের সংশ্লিষ্টতা এবং অন্য কারো সম্পৃক্ততা আছে কি না তা অনুসন্ধান করা হচ্ছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন