শনিবার (১৭ মে) রাত পৌনে ৮টার দিকে ওই মরদেহ উদ্ধার করা হয়। দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ শ্রীনাথ সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সন্ধ্যায় ৫ নম্বর ফেরিঘাটের কাছে পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌপুলিশকে খবর দেয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪০-৪৫ বছর। এখনও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই।
আরও পড়ুন: তিন মাস পর সৌদি প্রবাসী আলমের মরদেহ পেলেন স্বজনরা
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ শ্রীনাথ সাহা বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি গতকাল রাতের কোনো এক সময় তিনি লঞ্চ থেকে নদীতে পড়ে গিয়ে মারা যেতে পারেন। কারণ যেখানে মরদেহটি পাওয়া গিয়েছে তার পাশ দিয়েই লঞ্চ চলাচল করে।’
তিনি আরও বলেন, ‘যুবকটি সনাতন ধর্মাবলম্বী। মরদেহের পরিচয় শনাক্তের জন্যে ফরিদপুর থেকে সিআইডি ক্রাইমসিন আসছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।’