পদ্মায় জেলের জালে উঠে এলো ২৫ কে‌জির পাঙাশ, বিক্রি কত?

১ সপ্তাহে আগে
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলত‌দিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ২৫ কে‌জি ৩০০ গ্রাম ওজনের এক‌টি পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছ‌টি ৬৭ হাজার টাকায় বি‌ক্রি করা হয়েছে।

মঙ্গ‌লবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পদ্মার দৌলত‌দিয়ার কলাবাগান এলাকায় জেলে ওমর হালদারের জালে মাছ‌টি উঠে আসে।


স্থানীয় সূত্র জানায়, মাছটি ধরার পর জেলে ওমর হালদার দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাট এলাকার কেসমত সরদারের মৎস্য আড়তে নিয়ে যান। সেখানে উন্মুক্ত নিলামে দুই হাজার ৬০০ টাকা কে‌জি দরে ৬৫ হাজার ৭৮০ টাকায় মাছটি কিনে নেন ৫ নম্বর ফেরিঘাট এলাকার চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা।


আরও পড়ুন: জাল ফেলতেই পাঙাশটির জোরালো ধাক্কা, বিক্রি হলো ৫৭ হাজারেরও বেশি টাকায়


মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ‘মাছটি কিনে এনে প্রতি কেজিতে ৫০ টাকা লাভে ৬৭ হাজার টাকায় ঢাকার এক বড় ব্যবসায়ীর কাছে বিক্রি করেছি। এরই মধ্যে বিশেষ ব্যবস্থায় ক্রেতার ঠিকানায় মাছটি পাঠিয়েও দিয়েছি।’

]]>
সম্পূর্ণ পড়ুন