নিহত একজন খুলনার রাকিব জামাদ্দার, অপর জনের পরিচায় জানা যায়নি। আহতদের ঢাকা ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই দুর্ঘটনায় ট্রাক থেকে ক্যামিকেল সেতুতে ছড়িয়ে পিচ্ছিল হয়ে যায়। তাই যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে যায়। ফায়ার সার্ভিস রাস্তা পরিস্কার করে দিলে রাত পৌনে একটার দিকে ফের যান চলাচল শুরু হয়।
আরও পড়ুন: ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মেটাডোর কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, পদ্মা সেতু থেকে নামার সময় অ্যাপ্রোচের ২ নম্বর খুঁটির কাছে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাসকে পেছন থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়ার কারণে দুর্ঘটনা ঘটে৷ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়।