পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচকের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক পোস্ট করেন ইউসুফ। এই ঘোষণার পাশাপাশি বোর্ডের কাছে লিখিত পদত্যাগপত্র দিয়েছেন তিনি। তবে তাকে পদত্যাগ করার সুযোগ দিচ্ছে না পিসিবি। অভিজ্ঞ এই ক্রিকেটারের অভিজ্ঞতাকে আরও কাজে লাগাতে চাইছে বোর্ড।
পদত্যাগের জন্য আবেদন করলেও ইউসুফকে বোর্ডের অন্য পদের জন্য নিয়োগ দেয়ার চিন্তাভাবনা করছে পিসিবি। সেক্ষেত্রে অন্য দুই-তিনটি পদের জন্য তাকে প্রস্তাব করা হবে বলে জানিয়েছে পিসিবির এক সূত্র।
আরও পড়ুন: ইসরাইলের কাছে ক্ষমা চাইল অস্ট্রিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন
পিসিবির সূত্রমতে, ইউসুফের দক্ষতা এবং অভিজ্ঞতা বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ। তাই তাকে অন্য গুরুত্বপূর্ণ পদে বসানোর কথা ভাবছে বোর্ডটি। পিসিবি ইউসুফের কর্মক্ষেত্র পরিবর্তন করে তাকে নতুন করে নিয়োগ করতে প্রস্তুত আছে বলে জানিয়েছে সেই সূত্র।
ইউসুফের বিষয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে পিসিবির প্রেসিডেন্ট মহসিন নাকভী বলেন, ‘আমরা ইউসুফকে কোথাও যেতে দিচ্ছি না। রাজ্জাক গুরুত্বপূর্ণ, ইউসুফও গুরুত্বপূর্ণ। আমি অন্য সাবেক ক্রিকেটারদের সঙ্গেও পরামর্শ করছি। পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য কাজ করতে তাদের আমাদের সঙ্গে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।’
আরও পড়ুন: ঘোষণার ২০দিন পর ২০ লাখ টাকার চেক হস্তান্তর বিসিবির
এর আগে টুইটার পোস্টে পদত্যাগের ঘোষণা দিয়ে ইউসুফ বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। এই অবিশ্বাস্য দলকে সেবা করা আমার জন্য অনেক বড় সুযোগ এবং পাকিস্তান ক্রিকেটের উন্নতি ও সাফল্যে অবদান রাখতে পেরে আমি গর্বিত।’
২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা ইউসুফ আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজারেরও বেশি রান করেছেন। ২০০৬ সালে ১ হাজার ৭৮৮ রান করে এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক টেস্ট রানের রেকর্ড গড়েছিলেন তিনি। এখনও তার সেই রেকর্ড ভাঙতে পারেনি কেউ।
]]>