ইফতিখার গত হয়েছেন ৭৩ বছর আগে, মনসুর আলী ২০১১ সালে। ২০০৭ সালে এই দুই ক্রিকেটারের স্মরণে ইংল্যান্ড বনাম ভারতের মধ্যকার টেস্ট সিরিজের নাম দেওয়া হয় ম্যাক পতৌদি ট্রফি, যা খেলা হয়ে থাকে ইংল্যান্ডের মাটিতে। এখন পর্যন্ত দুদল পাঁচবার এই ট্রফিতে মুখোমুখি হয়েছে।
ভারত ও ইংল্যান্ড আগামী ২০ জুন আরেক পতৌদি ট্রফিতে ট্রফিতে মুখোমুখি হবে। এরপর এই ট্রফির আয়ু শেষ হতে পারে। এই সিরিজ শেষে ম্যাক পতৌদি ট্রফিকে অবসরে পাঠানোর চিন্তা করছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ।
আরও পড়ুন: বিশ্বকাপ জয়ের ৫০ বছর পূর্তি উদ্যাপন করবে ওয়েস্ট ইন্ডিজ
ইসিবির পক্ষ থেকে স্পষ্ট করে কিছু না বললেও ক্রিকবাজের ধারণা, পতৌদি নাম পরিবর্তন করে সমসাময়িক দুই দেশের কিংবদন্তির নামে হতে পারে নতুন ট্রফির নাম। অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে যেমন অ্যালান বোর্ডার ও সুনীল গাভাস্কারের নামে বোর্ডার-গাভাস্কার ট্রফি হয়ে থাকে।
এই খবরে মন খারাপ মনসুর আলী খান পতৌদির স্ত্রী ও কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুরের। হিন্দুস্থান টাইমসকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ৮০ বছর বয়সি অভিনেত্রী বলেন, ‘আমি এখনও সরকারিভাবে কিছুই শুনিনি। তবে সাইফকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে জানানো হয়েছে তারা ওই ট্রফিকে অবসরে পাঠাতে চায়। এবার বিসিসিআই যদি মনে করে টাইগারের (মনসুর) যে ভারতীয় ক্রিকেটের প্রতি উত্তরাধিকার বা অবদান, সেটা তারা মনে রাখতে চায় না, তাহলে সেটা তাদের ব্যাপার।’