পতেঙ্গায় ১ কেজি স্বর্ণালংকারসহ আটক ৫

৩ সপ্তাহ আগে
চট্টগ্রামের পতেঙ্গায় ১ কেজি স্বর্ণালংকারসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) মধ্যরাতে বিমানবন্দর এলাকা থেকে তাদের গ্রেফতার ও এসব মালামাল উদ্ধার করা হয়।

এ বিষয়ে সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) সোহেল আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গার এয়ারপোর্ট মোড়ে চেকপোস্টে সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে চারজনকে আটক করা হয়। 


এসময় তাদের কাছ থেকে ১ কেজি ১৫৫ গ্রাম স্বর্ণ, ৫টি মোবাইল, ২টি ল্যাপটপ ও ১৩ কার্টন বিদেশি সিগারেটসহ প্রায় এক কোটি ষাট লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী, অপর একজনকে এয়ারপোর্টের সামনে ১৫ নম্বর ঘাট এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।  

আরও পড়ুন: বগুড়ায় অটোরিকশায় পাওয়া ১৮ ভরি স্বর্ণ ফিরিয়ে দিলেন শিক্ষার্থী

গ্রেফতারকৃত জানায়, দুবাই থেকে বিমানবন্দর দিয়ে এসব স্বর্ণ ও মালামাল তারা এনেছে। যা চোরাকারবারিদের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করার জন্য যাচ্ছিল তারা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন