পতনের ৮ মাস পরেও বিদ্যুৎ বিলে শেখ হাসিনার স্লোগান

৬ দিন আগে
আওয়ামী লীগ সরকার পতনের আট মাস পরেও রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওয়াতাধীন গঙ্গাচড়া অফিস এখনও বিদ্যুৎ বিলে শেখ হাসিনা সরকারের স্লোগান প্রচার করছে। চলতি বছরের মার্চ মাসের বিদ্যুৎ বিলের কাগজের লেখা ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ।’ বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে গ্রাহক ও রাজনৈতিক মহল।

জানা যায়, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ গঙ্গাচড়া জোনাল অফিসের আওতায় প্রায় ৯০ হাজার গ্রাহক রয়েছেন। প্রতি মাসের নির্ধারিত সময়ে গ্রাহকের কাছে বিদ্যুৎ বিলের কাগজ পৌঁছে দেয়া হয়। ছাত্র-জনতার আন্দোলনের পর থেকে সারা দেশে শেখ হাসিনার নাম, ফলকসহ টাঙানো ছবিও সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু চলতি বছরের মার্চ মাসের বিলের কাগজে দেখা যায় শেখ হাসিনার স্লোগান। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।


উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নায়েবুজ্জামান বলেন, সরকার পতনের আট মাস পর এটা কোনো অবস্থায় কাম্য নয়। এখানে যারা আছে তারা শেখ হাসিনার সমর্থক গোষ্ঠী হতে পারেন। অথবা দায়িত্বহীনতার কারণে প্রচারণা চালিয়েছেন। অচিরেই কর্তৃপক্ষের সংশোধন করা উচিত। এবং এ কাজে যারা জড়িত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।


গণঅধিকার পরিষদের রংপুর জেলার সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শেরে খোদা আসাদুল্লাহ বলেন, আট মাস হলো শেখ হাসিনা পালিয়ে যাবার। তারপরেও গঙ্গাচড়া পল্লী বিদ্যুৎ হাসিনাকে ভুলতে পারে নাই। আসলে তারা কার এজেন্ডা বাস্তবায়ন করছে তা খতিয়ে দেখা দরকার।


আরও পড়ুন: বাংলাদেশে পূর্ণ মাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি


এ বিষয়ে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওয়াতাধীন গঙ্গাচড়া অফিসের ডিজিএম আইযুব আলী বলেন, নতুন বিলের কাগজের সঙ্গে পূর্বের কিছু বিলের কাগজ ঢুকে গেছে। যার কারণে কিছু বিলের কাগজে এটি এসেছে। এ অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।

]]>
সম্পূর্ণ পড়ুন