রোববার (১৫ জুন) সন্ধ্যায় কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের আলীগঞ্জ গ্রামে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।
তিনি জানান, মো. জহিরুল বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন লঙ্ঘন করে একটি পাতি শিয়াল জবাই করেন। এ অপরাধে তাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৩ কেজি ওজনের কোরাল
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, ‘শিয়াল বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ১ নম্বর তফসিলভুক্ত সংরক্ষিত প্রাণী। এই প্রাণী শিকার, জবাই, বেচাকেনা, পরিবহন বা হস্তান্তর আইনত সম্পূর্ণ নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ।’
তিনি জানান, জহিরুল শিয়ালটি জবাইয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়।
]]>